উৎসবমুখর পরিবেশে কক্সবাজারে জিপিএ-৫ উৎসব শুরু

সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট ও সাটিফিকেট নেওয়ার জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে কক্সবাজার শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে
ছবি: জুয়েল শীল

কক্সবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে উৎসবমুখর পরিবেশে এ উৎসব শুরু হয়। উৎসবের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন কক্সবাজার বন্ধুসভার সদস্যরা।

কুয়াশা আর শীত উপেক্ষা করে আজ সকাল থেকে উৎসব প্রাঙ্গণে আসতে শুরু করে নিবন্ধন করা শিক্ষার্থীরা। উৎসবে অংশ নিতে জিপিএ–৫ পাওয়া ১ হাজার ৫০০ শিক্ষার্থী নিবন্ধন করেছে। সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

কক্সবাজারের পেকুয়ার শিলখালী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ–৫ পেয়েছে আশরাফুল ইসলাম সায়েদ। পেকুয়ার বারবাকিয়া এলাকা থেকে বন্ধুদের সঙ্গে এসেছে আশরাফুল।

আশরাফুল বলে, ‘আমি এখন কক্সবাজার শহরের একটি কলেজে ভর্তি হয়েছি। অনেক বন্ধু ভর্তি হয়েছে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন কলেজে। উৎসবে এসে অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো।’

টেকনাফের পুরান পল্লান পাড়া থেকে মুনতাহা হাছিনা এসেছে উৎসবে। সে টেকনাফের এজাহার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়েছে। সে জানায়, উৎসবে এসে তাঁর দারুণ লাগছে। এখানে এসে বিভিন্ন এলাকার বন্ধুদের সঙ্গে বড় পরিসরে মেশার সুযোগ পেয়েছে। এ ছাড়া নতুন অনেকের সঙ্গে পরিচয়ও হচ্ছে।

কুয়াশা আর শীত উপেক্ষা করে আজ সকাল থেকে উৎসব প্রাঙ্গণে আসতে শুরু করে নিবন্ধন করা শিক্ষার্থীরা
ছবি: জুয়েল শীল

দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্স।
শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব, কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উত্তরণ মডেল কলেজের অধ্যক্ষ এ কে ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. সোলাইমান, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির মহাপরিচালক এম সিরাজুল ইসলাম, কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. সৈয়দ করিম, প্রথম আলোর চিফ স্পোর্টস এডিটর উৎপল শুভ্র প্রমুখ।