রাঙামাটিতে ছাত্রী ধর্ষণের মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

রাঙামাটির লংগদু উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল রহিমকে ছাত্রী ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিন মাসের মধ্যে ১০ লাখ টাকা আদায় করে ভুক্তভোগী ছাত্রীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেন আদালত।

আজ মঙ্গলবার রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসেন এই রায় দেন। রায় ঘোষণার সময় মো. আবদুর রহিম আদালতে উপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী মো. মোখতার আহম্মদ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী রাজীব চাকমা রায়ে সন্তোষ প্রকাশ করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০২০ সালের ৯ আগস্ট সকালে ওই ছাত্রী ছাগল খুঁজতে বের হয়। মো. আবদুল রহিম তখন তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে লংগদু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।