মৌলভীবাজারে পাওনা টাকার জেরে ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত, গ্রেপ্তার দুই ভাই

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মুন্সিবাজার সিএনজি স্ট্যান্ডে (উত্তর বাজার) এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলার আসামি দুই ভাইকে আজ সোমবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত অটোরিকশাচালকের নাম ছোয়াব আলী (৩৮)। তিনি মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামের নোয়াব আলীর ছেলে। গ্রেপ্তার দুই ভাই হলেন কাসেম আলী ও তাঁর ভাই কোহিনুর মিয়া। তাঁরা মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে মুন্সিবাজারে অটোরিকশাচালক ছোয়াব আলীর সঙ্গে পাওনা টাকা নিয়ে দুই ভাই কাসেম আলী ও কোহিনুর মিয়ার কথা-কাটাকাটি হয়। ছোয়াব আলীর কাছে তাঁরা টাকা পেতেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ছোয়াব আলীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান দুই ভাই। পরে স্থানীয় লোকজন ছুরিকাহত ছোয়াব আলীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় ছোয়াব আলীর ভাই মোসাহিদ মিয়া বাদী হয়ে দুজনকে আসামি করে আজ সোমবার রাজনগর থানায় মামলা করেন। পরে মামলার আসামি দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মাযহারুল আনোয়ার প্রথম আলোকে বলেন, টাকাপয়সার লেনদেন নিয়ে দুই ভাই ছোয়াব আলীকে আক্রমণ করেছেন। এ ঘটনায় জড়িত দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।