বাংলাবান্ধা সীমান্তে ভুট্টাখেতে দুই বন্য হাতি, আতঙ্ক

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে একটি ভূট্টাখেতে দুটি বন্য হাতি অবস্থান করছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় তোলাছবি: প্রথম আলো

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে একটি ভুট্টাখেতে দুটি বন্য হাতি অবস্থান করছে। এতে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে হাতি দুটির কাছাকাছি যেতে নিষেধ করে মাইকিং করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদীর ধারে একটি ভুট্টাখেতে হাতি দুটি অবস্থান করছে। হাতি দুটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

আজ দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার নজরুল ইসলাম নামের এক ব্যক্তির ভুট্টাখেতে একটি হাতি দাঁড়িয়ে আছে। অল্প দূরত্বেই হাজারো মানুষ হাতি দেখতে ভিড় করেছেন। কেউ কেউ মুঠোফোনে ছবি তোলার চেষ্টা করছেন। তবে স্থানীয় লোকজনের জানমালের নিরাপত্তার জন্য সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, আনসার ও স্থানীয় জনপ্রতিনিধিরা অবস্থান করছেন।

কাশিমগঞ্জ এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, সকাল সাতটার দিকে হাতি দুটি রওশনপুর এলাকার দিক থেকে এই ভুট্টাখেতে আসে। আসার সময় তীরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকার সামিরুল ইসলাম নামের এক ব্যক্তির একটি গরুকে আহত করে। পরে স্থানীয় লোকজন গরুটিকে জবাই করেন। পরে দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় এসে জামাল ও শমসের আলী নামের দুই ব্যক্তির বাড়িঘর ভাঙচুর করে পাশের ভুট্টাখেতে গিয়ে আশ্রয় নেয়।

স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ্ব সমিরুল ইসলাম বলেন, ‘আমাদের বাড়ির পাশে হওয়ায় সবচেয়ে বেশি আতঙ্কে আছি। সকাল থেকে হাতি দুইটা বাড়ির পাশের ভুট্টাখেতে আছে। সন্ধ্যা হলে কী হবে, এই ভয় পাচ্ছি। কখন কার ওপর হামলা করে, ঠিক নাই। এ জন্য হাতি দুটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।’
বিকেল ৪টা ১০ মিনিটে পঞ্চগড় বন বিভাগের সহকারী বন সংরক্ষক নূরুন্নাহার বলেন, ‘আমরা ভারতীয় বিএসএফ ও ভারতীয় ফরেস্ট সার্ভিস সদস্যদের সঙ্গে পতাকা বৈঠকে আছি। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ইতিমধ্যে ঢাকা থেকে আমাদের রেসকিউ টিম রওয়ানা দিয়েছে। তাদের আসতে কিছুটা সময় লাগবে।’

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, ‘আমরা সবার আগে মানুষের নিরাপত্তার কথা ভেবে সবাইকে সতর্ক থাকতে বলেছি। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। হয়তো ভারত থেকে তাদেরও রেসকিউ টিম আসতে পারে। এ ছাড়া বন বিভাগের কর্মকর্তারা আমাদের সঙ্গে আছেন। তাঁরাও তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে হাতি দুটিকে রেসকিউ করার প্রক্রিয়া চালাচ্ছেন।’