পায়রা বন্দরে জেটি থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

পায়রা বন্দর
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দরে কাজ করার সময় পড়ে গিয়ে সাইফুল হাওলাদার (৩৫) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে পড়ে যান। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুলের বাড়ি উপজেলার লালুয়া ইউনিয়নের মাঝের হাওলা গ্রামে। তাঁর বাবার নাম মো. ইউনুছ হাওলাদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটিতে পিলারে রড বাঁধার কাজ করছিলেন। হঠাৎ পা পিছলে তিনি নিচে নদীর পানিতে পড়ে যান। এ সময় হয়তো লোহার কোনো কিছুর ওপর পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাঁকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, ওই শ্রমিকের মাথায় আঘাত লেগেছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা বন্দরে শ্রমিক মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’