বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষার কেন্দ্রে ছেলে

ময়মনসিংহ জেলার মানচিত্র

ভোরে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন বাবা। একই দিনে দাখিল পরীক্ষা ছেলের। বাধ্য হয়ে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিয়েছে আবু হানিফ। আজ বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকা উপজেলায় এ ঘটনা ঘটেছে।

আবু হানিফ ভালুকা উপজেলার বিরুনিয়া বাজার দারুল উলুম দাখিল মাদ্রাসার ছাত্র। আজ ভোরে আবু হানিফের বাবা হজরত আলী (৫৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। হজরত আলীর বাড়ি উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে।

আবু হানিফের স্বজনেরা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আবু হানিফের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। এর মধ্যে ভোরে বাবার মৃত্যুর সংবাদ আসে। পরে হাসপাতাল থেকে তাঁর লাশ বাড়িতে আনা হয়। বাবার মৃত্যুতে হানিফ ভেঙে পড়লেও পরে স্বজনদের পরামর্শে সে ভালুকা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। হজরত আলী গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। এরপর তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চাপড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার ও ভালুকা ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রের হল সুপার মোবাশ্যারুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরীক্ষার হলে ছেলেটির বারবার চোখ মোছার কারণ জানতে চাইলে তিনি বিষয়টি জানতে পারেন। এরপর ছেলেটিকে সান্ত্বনা দিয়ে পরীক্ষা দিতে উৎসাহ দেন। কেন্দ্রের অন্য শিক্ষকেরাও ছেলেটির ওপর সার্বক্ষণিক খেয়াল রেখেছেন।