বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের কাজকর্ম আবার শুরু
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের কার্যক্রম তিন দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার দুপুর থেকে আবার শুরু হয়েছে। কাজী মুজিবর রহমানের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা-কর্মীরা অবরোধ করে কার্যালয় বন্ধ করে দিয়েছিলেন। দ্রুত নতুন পরিষদ পুনর্গঠনের আশ্বাসে তাঁরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করায় স্বাভাবিক কাজকর্ম শুরু করা হয়েছে বলে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ জানিয়েছেন।
সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জেলা পরিষদের প্রবেশমুখে নাগরিক পরিষদের কর্মসূচির স্থানে যান। সেখানে তিনি অবিলম্বে জেলা পরিষদের পুনর্গঠনের পার্বত্য চট্টগ্রাম–বিষয়ক মন্ত্রণালয়ের বার্তা পৌঁছে দিয়ে কর্মসূচি তুলে নেওয়ার অনুরোধ জানান। জেলা প্রশাসকের আশ্বাসে নাগরিক পরিষদ কর্মসূচি প্রত্যাহার করে।
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন প্রথম আলোকে জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম–বিষয়ক মন্ত্রণালয় তিন পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠনের বিষয়টি গুরুত্বসহকারে কাজ করছে। বিষয়টি তাঁকে জানানো হয়েছে। সেটি নাগরিক পরিষদকে জানিয়ে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেছেন।
গত সোমবার থেকে নাগরিক পরিষদের নেতা-কর্মীরা দুর্নীতিবাজ চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করে জেলা পরিষদ পুনর্গঠনের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করে আসছিলেন। তাঁরা কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয়ে প্রবেশ করতে দেননি। তবে কাজী মুজিবর রহমান বলেন, তাঁরা অফিস বন্ধ করেননি, কর্মকর্তা-কর্মচারীদের পরিষদ পুনর্গঠন না হওয়া পর্যন্ত কাজকর্ম বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, দুপুর থেকে স্বাভাবিক কাজকর্ম করা হয়। তবে চেয়ারম্যান ও সদস্যরা অফিসে নেই।