চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লেখা সাংবাদিককে মারধর করে বিএনপি নেতা বহিষ্কার
চাঁদাবাজি ও জমি দখল নিয়ে ফেসবুকে লেখালেখি করায় ঠাকুরগাঁওয়ে এক সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। মারধরের শিকার সাংবাদিকের নাম মামুন অর রশিদ। তাঁকে মারধর করার অভিযোগ ওঠা বিএনপি নেতার নাম জোবায়দুল হক চৌধুরী। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালীবাড়ি বাজারে এ ঘটনায় আজ বুধবার তাঁকে বহিষ্কার করা হয়েছে।
মারধরের শিকার মামুন অর রশিদ দৈনিক দেশবাংলা নামক একটি পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি। তাঁর ভাষ্য, গতকাল সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালীবাড়ি বাজারে চায়ের দোকানে অবস্থান করছিলেন তিনি। এ সময় তাঁকে সেখান থেকে ডেকে নেন আখানগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জোবায়দুল হক চৌধুরী। পরে জোবায়দুলের সঙ্গে থাকা লোকজন তাঁর (মামুন অর রশিদ) ওপর হামলা চালান। পরে তাঁরা মামুনকে একটি চালকলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে মামুনের গলা চেপে ধরেন জোবায়দুল। সেখানে প্রায় ৩০ মিনিট ধরে চলে নির্যাতন।
হামলার কারণ সম্পর্কে মামুন বলেন, ‘৫ আগস্টের পর জোবায়দুলের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ আসছিল। এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। এ ঘটনায় তিনি আমার ওপর ক্ষিপ্ত হন। প্রায়ই তিনি মোবাইলে আমাকে হুমকি দিতেন। গতকাল আমাকে পেয়ে এ ঘটনা ঘটিয়েছেন।’
মারধরের পর আশপাশের লোকজন মামুনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাকিবুল আলম জানান, সাংবাদিক মামুনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া গলায় দাগ রয়েছে।
জোবায়দুলের সঙ্গে যোগাযোগ করা হলে স্থানীয় এক সাংবাদিককে তিনি বলেন, ‘সে (মামুন অর রশিদ) আমাকে নিয়ে ফেসবুকে লেখালিখি করেছিল। তারপর থেকে তাকে দেখা করতে বলেছিলাম। সে আমাকে পাত্তই দেয়নি। তাকে বাজারে পেয়েছিলাম, তাকে আমি মারিনি। কে মেরেছে, বলতে পারছি না। তবে তার মাইরটা কম হয়ে গেছে।’
এ সময় ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে হাসপাতালের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন। এদিকে হামলার ঘটনায় দুপুরে মামুন অর রশিদের পক্ষ থেকে রুহিয়া থানায় একটি মামলা হয়েছে। মামলায় জোবায়দুলসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় মশিউর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নাজমুল কাদের বলেন, মামুনের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামিকেও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
আজ দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিক মামুন অর রশিদের ওপর হামলার ঘটনায় জোবায়দুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়ন শাখার সহসভাপতি জোবায়দুল হক চৌধুরীকে দলীয় সাংগঠনিক সব পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো। এ বহিষ্কার আদেশ আজ থেকে কার্যকর হবে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের জোবায়দুলের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
মির্জা ফয়সাল আমিন বলেন, ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ড যাঁরা করছেন, দলে তাঁদের কোনো জায়গা নেই। চাঁদাবাজি, দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড দল জিরো টলারেন্স হিসেবে দেখছে।