তারাগঞ্জে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত, আহত ৩

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত একটি ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যাত্রী হলেন, বদরগঞ্জের তালুক দামোদরপুর এলাকার রতন চন্দ্র (৩০), পবিত্র চন্দ্র (২২)।

এ ঘটনায় একই এলাকার লিটন চন্দ্র (২৫), ভোলা চন্দ্র (২৮) ও সাহেব আলী (২১) আহত হয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ব্যাটারিচালিত একটি ভ্যান ভাড়া করে পূজামণ্ডপ দেখতে বের হন চার তরুণ। রাত সাড়ে আটটার দিকে তাঁদের বহনকারী ভ্যানটি মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ ভ্যানে থাকা চারজন সড়কে ছিটকে পড়েন।

খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একদল কর্মী সেখানে এসে তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রতন ও পবিত্রের মৃত্যু হয়। বাকি তিন জন ওই হাসপাতালে ভর্তি আছেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। আহত পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই জনের মৃত্যু হয়।