মাইক্রোবাসের ধাক্কায় সড়কে পড়ে আরেকটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী সড়কে পড়ে যান। এ সময় আরেকটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন তিনি। আজ বুধবার ভোর চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী একতাবাজার হিন্দুপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত যাত্রীর নাম আনিসুল মোস্তফা (৩৫)। তিনি উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রহিম উল্লাহর ছেলে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশনে ফলের দোকান করতেন।

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ জানায়, ভোর চারটার দিকে বরইতলীর একতাবাজার এলাকায় লোহাগাড়ামুখী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এ সময় অটোরিকশাটি সড়কের ওপর ঘুরে গেলে চালকের পাশে বসে থাকা যাত্রী আনিসুল মোস্তফা ছিটকে পড়েন। কক্সবাজারমুখী অন্য একটি গাড়ির চাকা আনিসুল মোস্তফার শরীরের ওপর দিকে গেলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় তাঁর তাঁর কোমরের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে।

কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, আনিসুল মোস্তফা আমিরাবাদে ফলের দোকান করতেন। ভোরে অটোরিকশা রিজার্ভ করে তিনি বাড়ি থেকে আমিরাবাদের দোকানে আসছিলেন। পথে দুর্ঘটনায় প্রাণ গেছে তাঁর।

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুবুল হক ভূঁইয়া বলেন, আনিসুল মোস্তফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। অন্য দুটি গাড়িও খোঁজা হচ্ছে।