কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৩
কুষ্টিয়ায় কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রাসুল বাদী হয়ে এ মামলা করেন। এতে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দেড় থেকে দুই হাজার জনকে আসামি করা হয়েছে।
ওই মামলায় আজ শুক্রবার সকাল পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাঁদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড়ে কুষ্টিয়ায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথসহ পুলিশের অন্তত ৪ জন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অন্তত ২০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা সাদ্দাম বাজার মোড় এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ তাঁদের সড়কের এক পাশে সরে যেতে বলে। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কের ওপর থেকেই ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। পাঁচ মিনিট পর কুষ্টিয়া জেলা ডিবি পুলিশ ও থানা-পুলিশ সড়কের ওপর বসে থাকা শিক্ষার্থীদের লাঠিপেটা করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী পড়ে গিয়ে আহত হন। ছত্রভঙ্গ হয়ে গেলে তাঁরা বিভিন্ন অলিগলিতে চলে যান এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে পুলিশের কয়েকজন আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।