মানিকগঞ্জে মাটির ব্যবসা নিয়ে বিরোধ, রাস্তা থেকে তুলে যুবককে পিটিয়ে ‘হত্যা’

ঝন্টু ওরফে সোহাগছবি: সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুরে রাস্তা থেকে তুলে নিয়ে ঝন্টু ওরফে সোহাগ (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতে উপজেলার কুলিয়া ইউনিয়নের উয়াইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত ঝন্টু উয়াইল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা, পেশায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক ছিলেন। অভিযুক্ত জাকির হোসেন একই গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজন ও স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মাটিবাহী গাড়ি চলাচলের কারণে ঝন্টুর বাড়ির সামনে পাকা সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নিয়ে জাকির হোসেনের কাছে গিয়ে প্রতিবাদ জানান ঝন্টু। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধের জেরে গতকাল রাত আটটার দিকে ঝন্টুকে রাস্তা থেকে তুলে ঈদগা মাঠে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

ঝন্টুর চাচাতো চাচা আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, এলাকায় মাটির ব্যবসার কারণে রাস্তাঘাট নষ্ট হওয়ায় ঝন্টু প্রতিবাদ করেন। গতকাল রাত আটটার দিকে বাড়ির সামনের রাস্তা থেকে জাকির ও তাঁর ১৫–১৬ জন সহযোগী ঝন্টুকে ধরে নিয়ে পাশের ঈদগা মাঠে যান। এরপর সেখানে লাঠি দিয়ে পিটিয়ে এবং ইট দিয়ে থেঁতলে ঝন্টুকে হত্যা করেন তাঁরা।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির হোসেন পলাতক আছেন। অভিযোগের বিষয়ে আজ দুপুরে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন বলেন, ঘটনাটির তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।