ভৈরবে রেললাইনের ওপর বিকল ট্রাক ছিটকে গেল ট্রেনের ধাক্কায়

ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে–মুচড়ে যায়। আজ রোববার সকালে ভৈরবের শম্ভুপুর রেলক্রসিং এলাকায়
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়া ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় পাটবোঝাই ট্রাকটি ছিটকে পড়ে। তবে কেউ হতাহত হননি। গতকাল শনিবার দিবাগত রাত ১টা ১৭ মিনিটে ভৈরব-ময়মনসিংহ রেলপথের শম্ভুপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, পাটবোঝাই ট্রাকটি রেলক্রসিং অতিক্রম করার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটি লাইন থেকে সরিয়ে নিতে পারছিলেন না। এ সময় ভৈরব রেলস্টেশন থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ নামের একটি মেইল ট্রেন ছেড়ে আসে। ট্রেন আসতে দেখে চালক ও হেলপার ট্রাক থেকে নেমে পড়ে। পরে ট্রেনের ধাক্কায় ট্রাকটি ছিটকে দূরে পড়ে যায়।

রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা গেটম্যান সঞ্জু মিয়া জানান, ট্রেন আসতে দেখে তিনি লালবাতির সিগন্যাল দিয়েছিলেন। বুঝতে পেরে চালক গতি রোধ করার চেষ্টা করেন, কিন্তু থামাতে পারেনি।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম খন্দকার বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।