লিবিয়ায় মানব পাচারের দায়ে মেহেরপুরে একজনের যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

লিবিয়ায় মানব পাচারের দায়ে মাসুদ রানা (৪৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১৪ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ তহিদুল ইসলাম এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাসুদ রানার বাড়ি যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী নতুন বাজার এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আকবর আলী মীরের ছেলে সাইবুর রহমানকে ভালো বেতনে লিবিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখান মাসুদসহ কয়েকজন দালাল। ছেলে ও পরিবারের উন্নত ভবিষ্যৎ চিন্তা করে আকবর আলী মীর প্রলোভনে পড়ে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ৭ লাখ টাকা দেন। ২০১৪ সালের ১ জুলাই সাইবুরকে তাঁর বাড়ি থেকে লিবিয়া পাঠানোর উদ্দেশে ঢাকায় নিয়ে যান মাসুদ। এর পর থেকেই ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেননি আকবর। একপর্যায়ে তিনি জানতে পারেন, লিবিয়ায় মানব পাচারের শিকার হয়ে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে মারা যান ছেলে সাইবুর রহমান। অনুপ্রবেশের কারণে ছেলের লাশও দেশে আনতে পারেননি।

এই ঘটনার পর ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর মেহেরপুর মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে একটি মামলার আরজি করেন আকবর আলী। আদালত অভিযোগটি আমলে নিয়ে মুজিবনগর থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পুলিশের তদন্তে মাসুদ রানার মানব পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততা থাকার বিষয়টি উঠে আসে। আদালতে মামলার সাক্ষ্যপ্রমাণে মাসুদ রানা দোষী সাব্যস্ত হন। পরে আদালত এই রায় দেন। আদালতে মামলাটির রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন এ কে এম আসাদুজ্জামান।