ভোটের আগের রাতে দুই কেন্দ্রে আগুন, দুই স্থানে বিস্ফোরণ

ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার দশআনি সরকারি প্রাথমিক বিদ্যালয়েছবি: প্রথম আলো

ভোটের আগের রাতে গতকাল শনিবার দুটি জেলার দুটি ভোটকেন্দ্রে আগুন এবং দুটি জেলার দুটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুলনার দৌলতপুরের দক্ষিণ কারিগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিজ শেখ সুন্দর মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া ঝিনাইদহ শহরে দুটি বিস্ফোরণ এবং ফেনীর সোনাগাজীর দশআনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

খুলনায় ভোটকেন্দ্রে আগুন

খুলনার দৌলতপুরের দক্ষিণ কারিগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নাশকতার উদ্দেশ্যে গতকাল রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি জেলার রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীনের। তিনি বলেন, আগুন ভয়াবহ রূপ ধারণ করার আগেই স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন। আজ রোববার সকাল থেকে এই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।

লালমনিরহাটে ভোটকেন্দ্রে আগুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ শেখ সুন্দর মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল রাত ১০টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি নাশকতা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঝিনাইদহে পরপর দুটি বিস্ফোরণ

ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে গতকাল রাত ৯টার দিকে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, পটকা ফুটেছে। শহরের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত ঘটনা জানা যাবে।

জুয়েল রানা নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, তাঁরা কয়েকজন পায়রা চত্বরের পাশে অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়। শব্দ শুনে তাঁরা প্রথমে ভেবেছিলেন, কোনো গাড়ির চাকা ফেটেছে। দ্বিতীয়বার যখন আবার শব্দ হয়, তখন তাঁরা বুঝতে পারেন ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা তাঁরা দেখতে পাননি।  

ফেনীতে পেট্রলবোমা নিক্ষেপ

ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের দশআনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল রাতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। পেট্রলবোমা নিক্ষেপের পর প্রিসাইডিং কর্মকর্তাসহ উপস্থিত পুলিশ ও আনসার সদস্যরা সবাই মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।

দশআনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, রাতে তাঁরা ভোট গ্রহণের জন্য বিভিন্ন সরঞ্জাম তৈরি ও ভোট গ্রহণের আনুষঙ্গিক কাজ সেরে নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা কেন্দ্রের অফিসকক্ষে পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় কক্ষে থাকা আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে তাঁরা সবাই পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন। তবে নির্বাচনী কোনো সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি।