গাজীপুরে তাকওয়া বাস থেকে নারী শ্রমিককে ফেলে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরের এমসি বাজার এলাকায় বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে নারী শ্রমিককে হত্যার অভিযোগে কয়েকটি মিনিবাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। শুক্রবার রাতে
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় তাকওয়া পরিবহনের চলন্ত বাস থেকে এক নারী শ্রমিককে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারী চম্পা বেগম (৩২) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী। তিনি শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামের হ্যামস গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন। বৈরাগীরচালা এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে তিনি চাকরি করতেন। তাঁর স্বামী শ্রীপুরে অন্য একটি কারখানায় চাকরি করেন।

এমসি বাজার এলাকার বাসিন্দা মো. মমিনুল ইসলাম বলেন, জৈনাবাজার থেকে জয়দেবপুর পর্যন্ত চলাচলকারী তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাস থেকে ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও পোশাককর্মীরা তাকওয়া পরিবহনের বেশ কয়েকটি মিনিবাস ভাঙচুর করেন।

চম্পা বেগমের ভাতিজা সুমন মিয়া বলেন, তাঁর চাচির ছোট বোন এমসি বাজারের পাশে নয়নপুর এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করেন। শুক্রবার দুপুরে বোনের বাসায় গিয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ফেরার পথে তাকওয়া পরিবহনের বাসে উঠেছিলেন তাঁর চাচি। কোনো বিষয় নিয়ে বাসচালকের সহকারীর সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। পরে চলন্ত বাস থেকে তাঁর চাচিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটে।

মাওনা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস বলেন, ‘তাকওয়া পরিবহনের ওই বাসসহ চালক ও তাঁর সহকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।’