নির্বাচন নিয়ে তেমন আন্তর্জাতিক চাপ নেই: সালমান এফ রহমান

ঢাকা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও এই আসনের বর্তমান সংসদ সালমান এফ রহমান। বুধবার সকালে নবাবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে
ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং এই আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে তেমন চাপ নেই। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমরাও বলেছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।’

আজ বুধবার সকালে নবাবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালমান এফ রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সারা দেশে ২টি আসন ব্যতীত ২৯৮টি আসনে প্রার্থী দিয়েছে। আবার জাতীয় পার্টিও ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। এ ছাড়া তৃণমূল বিএনপিও প্রার্থী দিচ্ছে। এটা ভালো লক্ষণ। তা ছাড়া দল থেকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য নির্দেশনা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, যেভাবেই হোক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। এ বিষয়ে প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞার গুঞ্জন প্রসঙ্গে সালমান এফ রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন, বাণিজ্য বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। মিডিয়াতে আসতে বিভিন্ন দল গুজব ছড়ায়। গত বছরের ১০ ডিসেম্বর গুজব ছিল, সরকার থাকবে না। এ নিয়ে অনেকগুলো ডেডলাইনও দিয়েছিল। গুজব ছিল, ২৮ অক্টোবরের পর এ সরকার আর থাকবে না। বলা হয়েছিল, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারবে না। নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে, তবে সেদিন না হয় পরদিন সরকার থাকবে না।

গত নির্বাচনে দোহার-নবাবগঞ্জবাসীকে যে কথাগুলো দিয়েছিলেন, সেগুলো রাখতে পেরেছেন দাবি করেন সালমান এফ রহমান বলেন, ‘এ সংসদীয় এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি আশা করি, দোহার–নবাবগঞ্জের মানুষ আমাকে ভোট দেবে। আগামী পাঁচ বছরে দোহার–নবাবগঞ্জকে মডেল উপজেলা হিসেবে পরিণত করার পরিকল্পনা রয়েছে।’

সালমান এফ রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।