সহপাঠীদের চিঠিতে বন্ধ হলো স্কুলছাত্রীর বাল্যবিবাহ

বাল্যবিয়ে
প্রতীকী ছবি

সহপাঠীদের চিঠি পেয়ে চট্টগ্রামের হাটহাজারীর মেখল ইউনিয়নের এক স্কুলছাত্রীর (১৬) বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম। আজ বুধবার দুপুরে তাঁর কার্যালয়ে মা–বাবাকে ডেকে এনে ওই বাল্যবিবাহ বন্ধ করেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে ঠিক করে পরিবার। ওই স্কুলছাত্রী বিষয়টি তাঁর সহপাঠীদের জানায়। এরপর গতকাল মঙ্গলবার তাঁর সহপাঠীরা ইউএনওর কাছে বিয়ে বন্ধের আবেদন জানিয়ে একটি চিঠি পাঠায়।

এরপর ইউএনও ওই স্কুলছাত্রীর মা–বাবাকে উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে ডেকে এনে বিয়ে বন্ধ করতে বলেন। এ সময় তাঁদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানানো হয়। এরপর তাঁরা শপথ করেন, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না।

হাটহাজারীর ইউএনও মো. শাহিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘ওই স্কুলছাত্রীর সহপাঠীদের চিঠি পেয়ে বাল্যবিবাহ বন্ধ করেছি। মেয়েটির মা–বাবা দুজনেই ১৮ বছর হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে শপথ করেছেন। পাশাপাশি এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।’