পাবনায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পাবনায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার টেবুনিয়া এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ব্যক্তিরা হলেন পাবনার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত (২১) এবং চাটমোহর উপজেলার পাশ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের মজনু হোসেনের ছেলে রুম্মান (২০)। নিহত সিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা সোয়া ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এ সময় রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসছিল। বাসটি টেবুনিয়া এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।