ঝিনাইদহে অগ্নিকাণ্ডে পুড়েছে ৯টি ঘর, আহত ৩

আগুনে পুড়ে গেছে ঘর। শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পে
ছবি: প্রথম আলো

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ড নয়টি ঘর পুড়ে গেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ঘরগুলো পুড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

স্থানীয় ব্যক্তিরা জানান, আজ দুপুর ১২টার দিকে হঠাৎ আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে অন্য ঘরগুলোয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

আগুনে ক্ষতিগ্রস্ত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সাবিনা বেগম বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর আগেই তাঁদের অনেক ক্ষতি হয়ে গেছে। তাঁর ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। কোনো মালামাল সরাতে পারেননি। আরও বেশ কয়েকজনের রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে গেছে। আগুনে তাঁর দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আরেক বাসিন্দা ফারুক বিশ্বাস বলেন, আগুনে তাঁর ঘরের অনেক মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের ঘর পুড়েছে নয়টি। এতে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি করে মালামাল সরাতে গিয়ে তিনজন আহত হয়েছেন। তাঁদের ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সনজয় কুমার দেবনাথ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ আগুনে বেশ কিছু ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।