রাজশাহী বিশ্ববিদ্যালয়: ছাত্র উপদেষ্টার পদত্যাগ, নতুন দায়িত্বে জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলম
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা এম তারেক নূর পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন। তাঁর জায়গায় নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদকে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

পুরোনো ছাত্র উপদেষ্টার পদত্যাগ এবং নতুন ছাত্র উপদেষ্টা নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তারেক নূর বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি আজকে দুপুরে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। এখানে কাজ করতে গেলে টিম মেম্বারদের সহযোগিতা প্রয়োজন। তাঁদের সহযোগিতা না পাওয়ায় আমার দায়িত্ব পালনে সমস্যা সৃষ্টি হয়েছিল। তাই পদত্যাগ করেছি।’

এদিকে নতুন নিয়োগ পাওয়া অধ্যাপক জাহাঙ্গীর আলম গতকাল বিকেলে ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, ‘এ দপ্তর শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট। আমি যে তাদের সব সমস্যার সমাধান করতে পারব, সেটা জোর দিয়ে বলতে পারছি না। তবে যেকোনো সময় শিক্ষার্থীদের সঙ্গে থাকব।’ নতুন এই দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

জাহাঙ্গীর আলম ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের প্রাধ্যক্ষ, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।