লোহাগাড়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম হামিদা বেগম (৫২)। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
হামিদা বেগম পহরচান্দা এলাকার বাসিন্দা ও দুই সন্তানের মা। তাঁর স্বামী ওই এলাকার মৃত নাজির হোসেন।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে ওই নারী মুদিপণ্য কিনতে মহল্লার একটি দোকানে যাচ্ছিলেন। পথেই একটি বন্য হাতির পালের আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।