বগুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ছাত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আফসানা আকতার (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সেই সঙ্গে আফসানার বন্ধু ও মোটরসাইকেলের চালক তাওসিফ হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার বিকেলে সদর উপজেলার পীরগাছা বন্দর এলাকায় পীরগাছা-মহাস্থানগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসানা বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার রুয়েল শেখের মেয়ে। তিনি সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

বগুড়া সদর থানা-পুলিশ সূত্রে জানা যায়, আফসানা তাঁর বন্ধু তাওসিফের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। সদরের পীরগাছা এলাকায় পৌঁছালে চালক তাওসিফ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে পেছনে বসা আফসানা ছিটকে পড়লে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা হন। স্থানীয় লোকজন তাওসিফকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বগুড়া সদর থানার পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, কলেজছাত্রী আফসানার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবার অভিযোগ করলে লাশ ময়নাতদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পৃথক ঘটনায়, বন্ধুর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত আরেক শিক্ষার্থী মালিহা (২০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাবা মো. রাসেল বগুড়া শহরের খান্দার এলাকার বাসিন্দা।

নিহত মালিহার স্বজন ববি দস্তগীর প্রথম আলোকে বলেন, গত ৩০ এপ্রিল বগুড়া শহরের বাসা থেকে বেরিয়ে বন্ধুর মোটরসাইকেলে ফুলতলা সড়কের দিকে যাচ্ছিলেন মালিহা। পুরোনো সিও অফিসের সামনে পৌঁছার পর মোটরসাইকেলের পেছনের চাকার সঙ্গে ওড়না প্যাঁচ লেগে জড়িয়ে গেলে মালিহা ছিটকে পড়েন। এতে তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে। গুরুতর আহতাবস্থায় প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ৩ মে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মালিহা মারা যান। লাশ বগুড়ায় নেওয়ার পর রাতেই দাফন করা হয়।