চাঁদা তোলার ‘মানবিক’ দাবি ফরিদপুর ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের

ফরিদপুর ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে মতবিনিময় সভার আয়োজন করে
ছবি: প্রথম আলো

পণ্য পরিবহনের সার্ভিস চার্জ ও পরিচালনা ব্যয় হিসেবে প্রতিটি ট্রাক থেকে ৩০ টাকা হারে চাঁদা তোলার দাবি জানিয়েছে ফরিদপুর ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন। তবে এটাকে চাঁদা বলতে নারাজ তারা। এ টাকা ‘ট্রাকশ্রমিকদের মানবিক কাজে’ ব্যয় করা হবে বলে জানানো হয় এক মতবিনিময় সভায়।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম সাংবাদিক শামসুদ্দীন মোল্লা মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে ফরিদপুর ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন। সেখানে মূল বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের জাকির।

জুবায়ের জাকির বলেন, ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের একটি সভা হয়। ওই সভায় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান, ট্যাংকলরি মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। ওই সভায় সিদ্ধান্ত হয়, পণ্যবাহী যানবাহনে চাঁদা নেওয়ার ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ নেওয়া যাবে। সে সিদ্ধান্ত অনুযায়ী, কোনো কোনো জেলায় পণ্য পরিবহনের সার্ভিস চার্জ ও পরিচালনা ব্যয় বাবদ ৩০ টাকা করে তোলা হচ্ছে। কিন্তু ট্রাকের কোনো টার্মিনাল না থাকায় ফরিদপুরে বিষয়টি আজ পর্যন্ত কার্যকর হয়নি।

জুবায়ের জাকির আরও বলেন, ফরিদপুরে ট্রাকচালক ও শ্রমিক মিলে ১ হাজার ৮০০ সদস্য রয়েছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তাঁদের দুর্ঘটনাজনিত কিংবা মৃত্যুকালীন কোনো প্রণোদনা দেওয়া সম্ভব হচ্ছে না।

৩০ টাকা করে তোলাকে ‘মানবিক দাবি’ হিসেবে উল্লেখ করে জুবায়ের জাকির বলেন, ৩ টন বা এর বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন ট্রাক থেকে জেলার নির্দিষ্ট একটি জায়গা থেকে এই ৩০ টাকা তোলা হবে। খালি ট্রাক থেকে কোনো টাকা তোলা হবে না। এ বিষয়ে ইতিমধ্যে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে জানানো হয়েছে।

মতবিনিময় সভায় ফরিদপুর ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি কাজী আবদুল আলিম, সাধারণ সম্পাদক মো. রেজাউল ফকির, সহসম্পাদক মো. রেজোয়ান মিয়া, নির্বাহী কমিটির সদস্য মো. আজাদ শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।