বেলাবতে নারীর কাদামাখা লাশ উদ্ধার, মানসিক ভারসাম্যহীন বলছে পরিবার
নরসিংদীর বেলাব উপজেলায় একটি সেতুর নিচ থেকে কাদামাখা অবস্থায় এক নারীর (৫৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার খামারের চর সেতুর নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ওই নারী রায়পুরার বাসিন্দা। স্বজনদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগে আক্রান্ত ছিলেন। প্রায় ২০ বছর ধরে বাড়িতে না থেকে পথে পথে ঘুরে বেড়াতেন।
পুলিশ, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ঘটনাস্থলে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় তাঁর শরীরে কোনো কাপড়চোপড় ছিল না এবং কাদামাখা ছিল। পরে খবর পেয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই নারীকে শনাক্ত করেন স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁর ভাই ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। রাতেই সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওই নারীর ভাইয়ের ভাষ্য, ছোটবেলা থেকেই তাঁর বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় ২০ বছর ধরে বাড়িতে থাকতেন না, পথে পথে ঘুরে বেড়াতেন। তাঁর মৃগীরোগ ছিল। ধারণা করা হচ্ছে, কাদাপানিতে নেমে তাঁর বোন মৃগীরোগে আক্রান্ত হন। এরপর আর ওপরে উঠে আসতে পারেননি।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে, ওই নারী হত্যাকাণ্ডের শিকার হননি। প্রাথমিকভাবে তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ নেই। মৃত্যুর কারণ ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।