নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুই জেলে হলেন হেদায়েত উল্লাহ ও মোহাম্মদ হোসেন। দুজনের বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে। তাঁরা বর্তমানে কক্সবাজার শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আজ সোমবার দুপুরে টেকনাফের সাবরাংয়ের নয়াপাড়া ও শাহপরীর দ্বীপের মাঝামাঝি ৫ নম্বর স্লুইসগেট–সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটেছে। জেলে হেদায়েত উল্লাহ হাঁটুতে এবং মোহাম্মদ হোসেন বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি জানান, নাফ নদীতে মাছ শিকার করতে যাওয়া দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে নাফ নদীর বাংলাদেশ অংশে বড়শি দিয়ে মাছ ধরতে যান জেলে হেদায়েত উল্লাহ ও মোহাম্মদ হোসেন। তাঁদের দেখতে পেয়ে আরাকান আর্মি কয়েক রাউন্ড গুলি ছোড়ে। দুজনই এ সময় গুলিবিদ্ধ হন। এর আগে আজ সকালে নাফ নদীর বাংলাদেশের জলসীমা থেকে তিনজনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া ক্ষুদ্র জেলে সমিতির সভাপতি আবদুল গনি বলেন, গুলিবিদ্ধ দুই জেলে কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘দুই জেলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত দুজনের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো ধরনের অভিযোগ দেয়নি বিজিবি কর্তৃপক্ষকে।’