কালোবাজারে টিকিট বিক্রি করে শ্রীঘরে ট্রেনের কর্মচারী
জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের খাবার বগির এক কর্মচারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে স্টেশন থেকে তাঁকে হাতেনাতে আটক করেন রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক মাসের সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার শেফা।
দণ্ড পাওয়া ওই কর্মচারীর নাম মো. আকরাম হোসেন (৩৭)। তিনি আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের খাবার বগির ক্যাটারার্স সার্ভিসের কর্মী। এ সময় তাঁর কাছ থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ১০টি আসন-সংবলিত পাঁচটি টিকিট জব্দ করা হয়।
রেলের নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই কর্মচারী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিলেন। এসব টিকিট তিনি অতিরিক্ত মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করতেন। গতকাল বিকেলে দেওয়ানগঞ্জ রেলস্টেশনে টিকিট বিক্রির সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রাতেই তাঁকে কারাগারে পাঠানো হয়।
রেলওয়ের নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত ওই কর্মচারী টিকিট কালোবাজারি করে আসছিলেন। ওই সংবাদ তাঁদের কাছে আসে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিকিটসহ তাঁকে হাতেনাতে আটক করেন। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের জেল দিয়েছেন। টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।