গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
গাজীপুর মহানগরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় মির্জাপুর গ্রামের আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আবদুল মমিন (১২)। তারা দেওয়ালিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত এবং স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে দেওয়ালিয়াবাড়ি এলাকায় বৃষ্টির জমে থাকা ডোবার পানিতে গোসল করতে নামে ওই দুই শিশু। এ সময় সাঁতার না জানায় পানিতে তারা তলিয়ে যায়। পাশের অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।