নাটোরে বিএনপির নতুন কমিটি ঘোষণার পর বঞ্চিতদের গণপদত্যাগের হুমকি

নাটোর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ–মিছিল। সোমবার বেলা ১১টায় নাটোর শহরের
ছবি: ভিডিও থেকে নেওয়া

নাটোরে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল সমাবেশ করে গণপদত্যাগের হুমকি দিয়েছেন। আজ বেলা ১১টার দিকে আগের আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীনের নেতৃত্বে বিএনপির শত শত নেতা-কর্মী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে এসে মিছিল শেষ করে তাঁরা বিক্ষোভ–সমাবেশ করেন। এ সময় বক্তারা কমিটি সংশোধনের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন আগের কমিটির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম (বাচ্চু), সদস্য ফরহাদ হোসেন দেওয়ান শাহীন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সোহেল প্রমুখ।

বক্তারা বলেন, ঘোষিত কমিটিতে ব্যাপক অসংগতি রয়েছে। কমিটিতে বহিষ্কৃত মিজানুর রহমানকে (ডিউক) যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। অথচ তাঁর বহিষ্কারাদেশ আজও প্রত্যাহার করা হয়নি। মূল দলের নেতাদের বাদ দিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া বিতর্কিত ব্যবসায়ী আবুল কাশেমকে কমিটির সদস্য করা হয়েছে। শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১ নম্বর সদস্য করা হয়েছে। অথচ এই নামে বিএনপির কোনো নেতাকে কেউ চেনেই না। অথচ দলের জন্য যারা রক্ত দিয়েছে, জেল খেটেছে, মামলায় আসামি হয়েছে, এমন নেতা শহিদুল ইসলাম (বাচ্চু), কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীনের মতো ত্যাগী নেতাদের কমিটিতে রাখা হয়নি। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো বিষয় না। তাই অবিলম্বে কমিটি সংশোধন করে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি ঘোষণা করার দাবি জানান বক্তারা।

সভায় বক্তারা আরও বলেন, কমিটি সংশোধনের দাবি মানা না হলে তাঁরা আরও বড় পরিসরে বিক্ষোভ সমাবেশ করবেন। নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে গণস্বাক্ষর নেওয়া হবে। এরপরও যদি কমিটি সংশোধন করা না হয়, তাহলে তাঁরা দল থেকে গণপদত্যাগ করবেন।

নতুন আহ্বায়ক কমিটি নিয়ে আগের আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘এই কমিটি বিভাগীয় ষড়যন্ত্রের ফসল। চক্রান্ত করে নাটোর থেকে দলকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। আমরা সদ্য ঘোষিত কমিটির দ্রুত সংশোধন চাই।’ সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘দলের জন্য অসংখ্যবার প্রতিপক্ষের হামলার মুখোমুখি হয়েছি। রক্ত ঝরেছে, হাত বিকলাঙ্গ হয়েছে। বহু মামলার আসামি হয়ে কারাবাস করতে হয়েছে। অথচ শেষ বয়সে এসে এই প্রতিদান পেতে হলো। আশা করি, দলের শীর্ষ নেতৃত্ব কমিটি সংশোধন করে একটা গ্রহণযোগ্য কমিটি উপহার দেবেন।’

নাটোরের বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নাটোর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব রহিম নেওয়াজকে আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে সদস্যসচিব করে ১৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিত নেতারা এই কমিটি সংশোধনের দাবি জানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি তোলেন। এর ধারাবাহিকতায় এবার তাঁরা বিক্ষোভ মিছিল করলেন।

জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে আবারও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব দাউদার মাহমুদকে। তিনি আগের কমিটিতেও যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে কিছুদিন আগে তাঁকে বহিষ্কার করা হয়। নতুন আহ্বায়ক কমিটিতে পদ ফিরে পাওয়ায় আনন্দমিছিল করেছেন দাউদার মাহমুদ ও তাঁর সমর্থকেরা। আজ দুপুরে সিংড়া উপজেলা কোর্ট মাঠে তাঁকে উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়।

পৌর বিএনপির আহ্বায়ক আলী আজগর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় দাউদার মাহমুদ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে ঢাকা থেকে সিংড়ায় ফেরার পথে হাজার হাজার নেতা–কর্মী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি ছাড়াও নতুন কমিটির নেতারা বিএনপির প্রবীণ নেতাদের বাসায় যান।