আগামী ২০ বছরেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না: মায়া

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
ফাইল ছবি

আগামী ২০ বছরেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘বিএনপি শুধু ৩০ ঘণ্টা, ৪৮ ঘণ্টা আলটিমেটাম দেয়, তাদের মুরোদ কতটুকু আমাদের জানা আছে। শেখ হাসিনার অধীনে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। নির্বাচনে কে এল, কে এল না, সেটা জানার দরকার নেই। আগামী ২০ বছরেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না।’

আজ রোববার বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্য এসব কথা বলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত ও সংবিধান অনুযায়ী নির্বাচনের দাবিতে ছাগলনাইয়া শহীদ মিনার চত্বরে এ জনসভার আয়োজন করে ১৪ দল। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধান বক্তা ছিলেন জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু।

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন, বাংলাদেশকে বদলে দেবেন। গত ১৫ বছরে দেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ সময়কালে বাংলাদেশের মানুষের গড় আয়ু অনেক বেড়েছে। ২০৩০ সালের মধ্যে দেশে শিক্ষার হার শতভাগে পৌঁছে যাবে। বিশ্বব্যাপী কোভিড ও ইউক্রেন যুদ্ধের প্রভাব না পড়লে এখন বাংলাদেশের মাথাপিছু আয় হতো তিন হাজার ডলারের বেশি।

বিদেশিদের প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশ পরিচালনায় অনেকেই আমাদের বাইরে থেকে ছবক দিচ্ছেন। অথচ তাঁদের নিজের দেশের খবর নেই। যেখানে শেখ হাসিনা আছেন, সেখানে কোনো পেশিশক্তি টিকবে না।’ তিনি বলেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। নৌকার বিকল্প শুধুই নৌকা। তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান।

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত ও সংবিধান অনুযায়ী নির্বাচনের দাবিতে ছাগলনাইয়া শহীদ মিনার চত্বরে ১৪ দলের জনসভা। রোববার বিকেলে
ছবি: প্রথম আলো

জনসভা শেষে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আইনের মাধ্যমে যেতে হবে।

ফেনী-১ আসনের (পরশুরাম-ছাগলনাইয়া-ফুলগাজী) সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল), ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সভাপতি রেজাউর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান।

আরও পড়ুন

ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহাম্মদ, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার।