সাতক্ষীরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। তাঁরা দুজন মামাতো-ফুফাতো ভাই। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কালেরডাঙ্গা মোড়ে সাতক্ষীরা-আশাশুনি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা গ্রামের শেখ আরেফিনের ছেলে মাওয়াজ হোসেন (২২) এবং খুলনা বহেরা এলাকার শেখ নাফিজের ছেলে শেখ মাহিম (২০)। মাওয়াজ ঢাকায় একটি মাদ্রাসায় লেখাপড়া করেন এবং মাহিম উচ্চমাধ্যমিকের ছাত্র।

নিহত তরুণদের স্বজন জিন্নাতুর আলম বলেন, শেখ মাওয়াজ হোসেন তাঁর বড় ভাইয়ের ছেলে আর শেখ মাহিম বোনের ছেলে। মাওয়াজ গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়িতে আসেন। আর বোনের ছেলে শেখ মাহিম আগে থেকে তাঁদের বাড়িতে ছিলেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা দুই ভাই মোটরসাইকেলে আশাশুনি উপজেলা সদরে বেড়াতে যাচ্ছিলেন। পথে কালেরডাঙ্গা মোড়ে আশাশুনি থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে তাঁরা দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডালিয়া আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। মাথা থেঁতলে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পেয়েছিলেন তাঁরা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন।