বেলকুচিতে ছাত্রলীগের নেতাদের নামে আওয়ামী লীগ নেতার মামলা

সিরাজগঞ্জ জেলার মানচিত্র

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসানসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মারধর ও ভাঙচুরের অভিযোগে দুটি মামলা হয়েছে। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রী রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর বাদী হয়ে পৃথক মামলা দুটি করেন।

মামলার আসামিদের মধ্যে আছেন বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত, পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ, স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) সেলিম সরকারসহ শতাধিক নেতা-কর্মী।

পুলিশ ও মামলা দুটির এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ব্যালট ছিনতাই ও ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী, তাঁর স্ত্রী রাজাপুর ইউপির চেয়ারম্যান সোনিয়া সবুরসহ তাঁদের সহযোগীদের মারধর করেন। নির্বাচনের প্রার্থী বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান ও স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সেলিম সরকারের নির্দেশে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিব মিল্লাত ও পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ শতাধিক নেতা–কর্মী নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় ইউনিয়ন পরিষদ ভবনে ভাঙচুর করে ফাইলপত্র লুটপাট করা হয়েছে।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, দুটি মামলায় একই ব্যক্তিদের আসামি করা হয়েছ। তবে মোহাম্মদ আলীর এজাহারে মারধরের কথা উল্লেখ করা হয়েছে। আর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুরের এজাহারে ভাঙচুর ও লুটপাটের কথা উল্লেখ করা হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।