ফেনীর সোনাগাজী উপজেলায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর নাম বেলায়েত হোসেন (৬০)। গতকাল শনিবার দুপুরে উপজেলার বগাদানা ইউনিয়নের কাজীরহাটের আউরারখিল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি আউরারখিল গ্রামের জাহাজীওয়ালা বাড়ির বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল সকালে বেলায়েত হোসেনের বাড়ির পানির মোটরের তার ছিঁড়ে পানি ওঠা বন্ধ হয়ে যায়। দুপুরে বিদ্যুৎ না থাকায় তিনি মোটরের তার জোড়া লাগানোর কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎ চলে আসে। বিদ্যুৎ আসার বিষয়টি তিনি জানতেন না। পরে মোটরের সঙ্গে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর বাড়ির লোকজন তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়। রাতে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়েছে।
উপজেলার বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর বাড়ির পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। পরে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বিনা ময়নাতদন্তের লাশ দাফন করার জন্য পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম বলেন, খবর পেয়ে তিনি নিজে পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।