নানাবাড়িতে যাওয়ার পথে ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নানাবাড়িতে যাচ্ছিল জিম বাবু (৯)। পথে মাটি বহনকারী ট্রলির চাপায় নিহত হয়েছে এই স্কুলছাত্র। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার জিরনগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত জিম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে স্থানীয় বন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র।

নিহত স্কুলছাত্রের চাচা গোলাম মোস্তফা বলেন, আজ সকালে জিম তার নানা আবু বক্কারের সঙ্গে একই ইউনিয়নের জিরনগাছা গ্রামে যাচ্ছিল। পথে জিরনগাছা মোড়ে পৌঁছানোর পর জিমকে সড়কের পাশে দাঁড় করিয়ে নানা আবু বক্কার মিষ্টি কিনতে যান। এ সময় পেছন দিক থেকে আসা মাটি বহনকারী একটি ট্রলি জিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য লাইলি পারভিন দুর্ঘটনায় জিমের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রলিটি আটক করেন। তবে ট্রলির চালক কৌশলে পালিয়ে গেছেন।

কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইবাদ হোসেন বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহত শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।