কিশোরীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ, আবার স্কুলে পাঠাতে বাবার মুচলেকা

বাল্যবিবাহ
প্রতীকী ছবি

ফরিদপুর সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের একটি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই বিয়ের আয়োজন বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী।

ওই কিশোরী পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর কয়েক বছর ধরে একটি পাটকলে শ্রমিক হিসেবে কাজ করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহের আয়োজনের তথ্য পেয়ে গতকাল সন্ধ্যায় ইউএনও লিটন ঢালী ওই কিশোরীর বাড়িতে হাজির হন। পরে ওই কিশোরীর বাবাকে বুঝিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন ইউএনও। এ ছাড়া ওই কিশোরীকে পুনরায় স্কুলে ভর্তি করানো হবে এবং ১৮ বছর বয়স পর্যন্ত বিয়ে দেওয়া হবে না, এই মর্মে কিশোরীর বাবার কাছ থেকে মুচলেকা নেন। বিষয়টি নজরদারি করার জন্য জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার এস এম নাহার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোতালেব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।

ইউএনও লিটন ঢালী বলেন, ওই কিশোরীর পড়াশোনা পুনরায় চালুর বিষয়ের প্রশাসন দায়িত্ব গ্রহণ করবে। এ ছাড়া ওই পরিবারকে যেকোনো প্রয়োজনে তাঁদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।