সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, প্রায় ১০ বছর আগে (২০১৪ সালে) মেয়র হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। সে সময় তাঁর হার্টে একটি রিং পড়ানো হয়েছিল। এ ছাড়া তাঁর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রয়েছে। চিকিৎসকরা ধারণা করছেন সম্ভবত তাঁর ‘মাইল্ড অ্যাটক’ হয়েছে। সেগুলো বিবেচনা করেই তাঁকে হৃদ্‌রোগের সমস্যার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহিদুল ইসলাম বলেন, এমনিতে তিনি স্বাভাবিক রয়েছেন। সন্ধ্যার দিকে আরও পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত শারীরিক অবস্থার সম্পর্কে জানা যাবে।