সাবেক সিইসি নূরুল হুদার ওপর হামলার ঘটনাটি বর্বর ও নির্দয়: মাহমুদুর রহমান মান্না
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ওপর হামলার ঘটনাটি পৃথিবীর মানুষ দেখলে বাংলাদেশের মানুষকে অসভ্য ও বর্বর সম্বোধন করবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মান্না এই মন্তব্য করেন। ‘চাই ক্ষমতার দাপটমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক অনুষ্ঠানটিতে মান্না মব ভায়োলেন্সের সমালোচনা করেন।
মান্না বলেন, ‘সেদিন নূরুল হুদার ওপর যে হামলা হলো, বিশ্বাস করুন আপনাদের কেমন লেগেছে জানি না। আমি টিভিতে যখন দেখলাম, সাধারণ লোকজন তাঁর গালে থাপ্পড় দিচ্ছে, জুতা দিয়ে বাড়ি দিচ্ছে। এত বড় নির্দয় ও বর্বর ঘটনা আমি খুব কম দেখেছি। সারা পৃথিবীর মানুষ দেখলে বলবে, বাংলাদেশের মানুষগুলো অসভ্য বর্বর। এগুলো বন্ধ করতে হবে আমাদের।’
তিনি বলেন, ‘আমি মনে করি নূরুল হুদা এত বড় অপরাধ করেছে, তার সর্বোচ্চ শাস্তি হতে পারে। বিচার করে সেই শাস্তি দেন। কিন্তু এ রকম করে জনগণের নামে হই হই করে হুজুগের ওপর যে কারও গায়ে হাত তোলা হলে একসময় নিরীহ মানুষগুলো পর্যন্ত পর্যুদস্ত হবে, হেনস্তা হবে। অপমান হবে। এটা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হওয়া উচিত।’
মান্না বলেন, ‘আমি মব জাস্টিস বলি না। এটা মব ভায়োলেন্স। একেবারে একধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। কোনো একটা প্রতিষ্ঠানের প্রতি কোনো মানুষের প্রতি বিক্ষোভ। লোক জড়ো করছে। মব তৈরি করছে। হামলা করছে। এ রকম হতে পারে না। আমরা আইনের শাসনের জন্য লড়াই করছি। আইন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বিচার প্রতিষ্ঠা করতে হবে।’