গৌরীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছ একজন। রোববার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে গৌরীপুর উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের আবু সাঈদের ছেলে জাকির হোসেন ওরফে শুভ (১৭) ও কামারিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাওন হাসান ওরফে সুমিত (১৭)। এই দুর্ঘটনায় আহত অপরজন হলো কামারিয়া ইউনিয়নের সুরুজ আলীর ছেলে নাজমুল হাসান (১৭)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, জাকির, শাওন ও নাজমুল স্থানীয় ক্রিয়েশন মডেল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের পরীক্ষাকেন্দ্র ছিল পূর্বধলার কুমুদগঞ্জ উচ্চবিদ্যালয়ে। রোববার নাজমুলের ব্যবহারিক পরীক্ষা ছিল। জাকির ও শাওনের পরীক্ষা না থাকায় তারা দুজন বাড়ি থেকে মোটরসাইকেলে নাজমুলকে নিতে যায়।

পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা হয়। পথে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের বেলতলী এলাকায় বিরিশিরিগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হয় জাকির। আহত অবস্থায় শাওন ও নাজমুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাওন। আর আহত নাজমুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত দুই কিশোরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।