দীঘিনালার নারী ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম ঢাকা থেকে গ্রেপ্তার

গ্রেপ্তার দীঘিনালার নারী ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগমছবি: সংগৃহীত

দীঘিনালার মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। এরপর রাতেই তাঁকে দীঘিনালা থানায় নিয়ে আসা হয়। সেখানে আগের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মাহমুদা বেগম তিন পার্বত্য জেলার মধ্যে একমাত্র নারী ইউপি চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালের ২৮ নভেম্বর মেরুং ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়ী হয়ে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছিলেন। এ ছাড়া তিনি দীঘিনালা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও দায়িত্বপালন করছেন।

আজ বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।

ওসি মোহাম্মদ জাকারিয়া প্রথম আলোকে বলেন, মাহমুদা বেগমের বিরুদ্ধে দীঘিনালা থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার যাত্রাবাড়ী থানা-পুলিশ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে মাহমুদা বেগমকে আটক করে। বর্তমানে তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।