বগুড়ায় ট্রাক থামিয়ে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

অবরোধের দ্বিতীয় দিনে বগুড়া -রংপুর মহাসড়কের গোকুল এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা বগুড়া সদরে বুধবার দুপুরে
ছবি: প্রথম আলো

অবরোধের দ্বিতীয় দিনে বগুড়ায় ফাউন্ড্রি (ঢালাই) শিল্পের কাঁচামাল বহনকারী ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রাকটি পুরোটা পুড়ে গেছে। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কের গোকুল এলাকায় পুণ্ড্র ইউনিভার্সিটির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ফাউন্ড্রি শিল্পের কাঁচামাল জাহাজভাঙার লোহা নিয়ে একটি ট্রাক গতকাল মঙ্গলবার রাতে বগুড়ার মহাস্থানে এসে পৌঁছায়। আজ দুপুর সোয়া ১২টার দিকে মহাস্থান থেকে বগুড়ার একটি কারখানায় পণ্য খালাসের জন্য যাওয়ার পথে গোকুল এলাকার সামনে ট্রাকটি দুর্বৃত্তদের হামলার মুখে পড়ে।

ট্রাকচালকের সহকারী শাওন ইসলাম বলেছেন, ছয় থেকে সাতজন যুবক ইজিবাইকে মহাস্থানের দিক থেকে আসেন। এরপর ট্রাক থেকে নামতে বলে পেট্রল ঢেলে দেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁরা দেশলাই দিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেন। এরপর যুবকেরা ইজিবাইকে চড়ে বগুড়ার দিকে চলে যান।

এদিকে অগ্নিসংযোগের খবর পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ডিবির সদস্যদের নিয়ে সেখানে পৌঁছান। এরপর তাঁরা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, চোরাগোপ্তা হামলা চালিয়ে ট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। হামলাকারী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।