পদ্মায় ধরা পড়ল ২৯ কেজির বিপন্ন বাগাড়, ৩৫ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে আটকা পড়ে প্রায় ২৯ কেজি ওজনের একটি বড় বাগাড়। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বাগাড় মাছটি ৩৫ হাজার টাকায় কিনে নেন।

স্থানীয় কয়েকজন জেলে বলেন, আজ সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে লালু মণ্ডলপাড়া এলাকার পদ্মা নদীতে পাবনা অঞ্চলের জেলেরা জাল ফেলেন। সকাল সাড়ে ৭টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলে দেখেন, বড় এক বাগাড় আটকা পড়েছে। তাঁরা মাছটি বিক্রি করতে নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাট বাজারের রওশন মোল্লার আড়তে। এ সময় প্রকাশ্য নিলামে তোলা হলে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ২০০ টাকা কেজি দরে বাগাড়টি কিনে নেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে বাজারে যান তিনি। ২৯ কেজি ওজনের বাগাড়টি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন তিনি। বাগাড় মাছটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখেছেন তিনি। বিক্রির জন্য তিনি বিভিন্ন অঞ্চলের পরিচিত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছেন। কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলেই তিনি বিক্রি করে দেবেন।

বাগাড় একটি বিপন্ন প্রজাতির মাছ। এ ধরনের মাছ শিকার নিরুৎসাহিত করা হলেও গোয়ালন্দের পদ্মা নদীতে প্রায়ই জেলেদের জালে বাগাড় মাছ ধরা পড়ছে। প্রকাশ্য নিলামের মাধ্যমে এই মাছ বিক্রিও হচ্ছে। তবে এ ধরনের মাছ শিকার বা বিক্রি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২২-এর তফসিল অনুযায়ী, বাগাড় বিপন্ন প্রজাতির। তাই এর শিকার ও বেচাকেনা নিরুৎসাহিত করা হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজীব বলেন, বাগাড় মাছ সংরক্ষিত বন্য প্রাণী আইনে চলে গেছে। মৎস্য সংরক্ষণ আইনে না থাকায় তাঁরা কোনো পদক্ষেপ নিতে পারছেন না। তাঁর জানামতে, বাগাড় শিকার, ক্রয়-বিক্রয় বা খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

এর আগে ১৭ জুন বাহির চর দৌলতদিয়ার কলারবাগান এলাকায় জেলে নিমাই হালদারের জালে প্রায় ২৬ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বাগাড় ধরা পড়ে। স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ৩৭ হাজার টাকায় কিনে ৪০ হাজার টাকায় বিক্রি করেন মাছটি। ৯ জুন দৌলতদিয়ার চর করনেশনা এলাকায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রায় সাড়ে ২৭ কেজি ওজনের আরেকটি বাগাড় ধরা পড়ে। এ বছর ১৩ জানুয়ারি গোয়ালন্দের পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রায় সাড়ে ২৭ কেজি ওজনের একটি বাগাড় এবং গত বছরের ২৫ ডিসেম্বর রাজবাড়ীর গুদারবাজার এলাকার পদ্মায় জেলে নুরাল বিশ্বাসের জালে ২৭ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পড়ে।