ঝালকাঠিতে বাসের চাপায় স্কুলছাত্রসহ নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলায় শিমুলতলা এলাকায় বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন স্থানীয় জেড এ ভূট্টো মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তুর্য্য ভট্টাচার্য্য ওরফে তমাল (১৭) ও বিক্রয়কর্মী আকাশ (১৯) হালদার। নিহত তুর্য্য ভট্টাচার্য্য পিরোজপুর শহরের রায়েরকাঠি এলাকার মিলন ভট্টাচার্য্যের ছেলে। আর আকাশ একটি কোম্পানির খুচরা মালামাল বিক্রি করতেন। তিনি বাউফল উপজেলার দুলিয়া এলাকার শ্যামল হালদারের ছেলে। তুর্য্য ও আকাশ উপজেলার খেজুরতলা এলাকায় একসঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খেজুরতলার বাসা থেকে সকালে বিদ্যালয়ে যায় তুর্য্য ভট্টাচার্য্য। শিমুলতলা এলাকায় বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে সে বিক্রয়কর্মী আকাশের সঙ্গে কথা বলছিল। এ সময় বরিশাল থেকে আসা পটুয়াখালীগামী দ্রুতগতির আল–আমিন পরিবহনের যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনার পরপরই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী আঞ্চলিক মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। নলছিটি থানা-পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, স্কুলছাত্র নিহতের ঘটনায় তার সহপাঠীরা সড়ক অবরোধ করে রেখেছিল, তাদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।