ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশের আশা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

এক দিনের সফরে সিলেটে গিয়ে মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল (র.)–এর মাজার জিয়ারত করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বর মাসের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার দুপুরে সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার মসজিদে নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, রাজাকারের তালিকা করার জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে (সংসদ) আইন পাস হয়েছে। এখন মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে আহ্বায়ক করে তালিকা প্রণয়নের জন্য এবং কীভাবে প্রণয়ন করবেন, তা নির্ধারণের জন্য তাঁকে প্রধান করে কমিটি করে দেওয়া হয়েছে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপি অনড়—এ ব্যাপারে তাঁর মন্তব্য জানতে চাইলে মন্ত্রী বলেন, পার্টির প্রধান হিসেবে প্রধানমন্ত্রী বা দলীয় সাধারণ সম্পাদক নীতিনির্ধারণী বক্তব্য দেবেন। এ ব্যাপারে তাঁর বক্তব্য দেওয়ার ক্ষমতা নেই।