নারায়ণগঞ্জে আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুলের ৩ দিনের রিমান্ড

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকপ্রথম আলোর ফাইল ছবি

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আশিক মিয়া (২০) নামের এক শ্রমিক নিহতের ঘটনায় করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিন এ আদেশ দেন।

আশিক মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গকুলনগর পশ্চিমপাড়ার মৃত কামাল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক শিল্পনগরীর ‘মক্কা ইন্ডাস্ট্রিজ’ নামের একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

আজ সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হককে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়। পরে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে তিন দিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। তিনি জানান, রিমান্ড শুনানি শেষে তাঁকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পরবর্তী সময়ে তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবেন।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট আশিক মিয়া নিহতের ঘটনায় তাঁর মা কুলসুম বেগম বাদী হয়ে একই বছরের ১৪ আগস্ট সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়।