রিমান্ড শেষ না হওয়ায় হত্যা মামলায় আইভীর জামিন আবেদনের ওপর শুনানি মুলতবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সম্প্রতি নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ
ছবি: প্রথম আলো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন মুলতবি করেছেন আদালত। আগামী ২ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই মামলায় আইভীর দুই দিনের রিমান্ড আদেশ রয়েছে।

আরও পড়ুন

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের আদালতে জামিন আবেদন করা হয়। এ বিষয়ে আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি ওমর ফারুক প্রথম আলোকে জানান, সাবেক মেয়র আইভীর দুই দিনের রিমান্ডের আদেশ হয়েছে। আসামির রিমান্ডে জিজ্ঞাসাবাদ সম্পন্ন না হওয়ায় আদালত তাঁর জামিন শুনানি মুলতবি করে ২ জুন ধার্য করেছেন।

আদালতে সাবেক মেয়র আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন নারায়ণগঞ্জ বারের জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবুর রহমান, আওলাদ হোসেন, জাহিদুল হক, জিয়াউল ইসলাম, প্রদীপ ঘোষ, বিলকিস বেগম, শাহীন মাহমুদ, জসিম উদ্দিন, রুহুল আমিন, আবু ইশতিয়াক প্রমুখ। সরকারপক্ষে ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক নয়ন। এর আগে গত রোববার আইভীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ২১ মে আইভীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁর আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন জানান। রাষ্ট্রপক্ষ জানায় রিমান্ড আবেদন। ২৫ মে উভয় আবেদনের ওপর শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সাত কার্যদিবসের মধ্যে আইভীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা আইভীকে এখনো রিমান্ডে নেননি। ফলে নতুন করে করা জামিন আবেদনের ওপর শুনানি মুলতবি রেখে পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক মিনারুল ইসলাম। পেটে গুলিবিদ্ধ অবস্থায় শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হয়। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর নিহত পোশাকশ্রমিক মিনারুল ইসলামের ভাই নাজমুল হক বাদী হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ১৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি করেন।

সাড়ে ছয় ঘণ্টা নাটকীয়তার পর ৯ মে সকাল পৌনে ছয়টার দিকে শহরের দেওভোগের চুনকা কুটিরের বাড়ি থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। এর পর থেকে কাশিমপুর কারাগারে বন্দী তিনি।