জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক আবদুর রহিম আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. বছির উদ্দিন (৩০)। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণী ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ জুন দুপুরে বাড়িতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ করেন বছির উদ্দিন। ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে বিয়ের প্রস্তাব দিলেও পরবর্তী সময়ে অভিযুক্ত যুবক তাতে রাজি হননি। পরে ওই বছরের ২৫ অক্টোবর কিশোরী নিজে বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা করেন।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর সরকারি কৌঁসুলি মো.ফজলুল হক বলেন, এই মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। আজ দুপুরে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। রায়ের সময় আসামি আদালাতে উপস্থিত ছিলেন।