আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে সংঘর্ষের সূত্রপাত ঘটে। রাত সোয়া নয়টায় এ প্রতিবেদন লেখার সময়ও সংঘর্ষ থামেনি।
বিনোদপুর বাজার এলাকায় লাঠিসোঁটা নিয়ে ব্যবসায়ীদের মারমুখী অবস্থান দেখা গেছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় পুলিশ সাঁজোয়া যান নিয়ে মাঝে সড়কে অবস্থান নিয়েছে।
রক্ত চেয়ে চিৎকার করছেন উদ্ধারকর্মীরা
সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য রক্ত চেয়ে চিৎকার করছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় মিনিটে মিনিটে বাড়ছে আহতের সংখ্যা। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এক উদ্ধারকর্মী প্রথম আলোকে বলেন, ‘আমাদের ভাইয়েরা আহত হয়েছেন। সবাই রাজশাহী মেডিকেল হাসপাতালে চলে যান। অনেক রক্তের প্রয়োজন। সবাই এগিয়ে যান।’
পুলিশ বক্স ও দোকানপাটে আগুন
সংঘর্ষের ঘটনায় বিনোদপুর বাজারে স্থানীয় দোকানপাটে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকসংলগ্ন কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ছাড়া বিনোদপুর ফটকসংলগ্ন পুলিশ বক্সটি ভাঙচুর করা হয়েছে।
সংঘর্ষে উভয় পক্ষে আহত হলেও স্থানীয় আহতদের সঠিক সংখ্যা এখনো বের করা যাচ্ছে না। এ বিষয়ে পুলিশ বা দায়িত্বশীল কর্মকর্তারা ফোন না ধরায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।