ঝড়ের সময় চলন্ত বাসে উপড়ে পড়ল গাছ
রংপুরের বদরগঞ্জের চেংমারিতে চলন্ত বাসের ওপর একটি বড় গাছ উপড়ে পড়ে। গাছচাপায় বাসটির পেছনের দিকে বেশ কিছুটা অংশ দুমড়েমুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালক ও যাত্রীরা অক্ষত আছেন। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত শ্যামলী পরিবহন নামের বাসের চালক শাওন ইসলাম বলেন, গত শনিবার দুপুরের দিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে রংপুরের বদরগঞ্জে যাচ্ছিলেন তিনি। ভোরের দিকে রংপুরে ঝড়বৃষ্টি হচ্ছিল। বদরগঞ্জের চেংমারিতে কয়েকজন যাত্রী নামিয়ে আরও ১১ যাত্রী নিয়ে বদরগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তিনি। হঠাৎ চলন্ত বাসের ওপর বিকট শব্দ হয় এবং বাসটির স্টার্ট বন্ধ হয়ে যায়। বাস থেকে বের হয়ে দেখেন, সড়কের ধারের পুরোনো একটি গাছ বাসটির ওপর উপড়ে পড়েছে।
বদরগঞ্জ থানার পুলিশ জানায়, খবর পেয়ে বদরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উপড়ে পড়া গাছের ডালপালা কেটে বাসটি সড়ক থেকে সরিয়ে নেন। এর পর থেকে বদরগঞ্জ-রংপুর সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।