নদীতে গোসল করতে নেমে ভেসে যাচ্ছিল তিনজন, একজনের মৃত্যু

পানিতে ডুবে শিশুমৃত্যু
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে যাচ্ছিল তিন শিশু। এ সময় এক ব্যক্তি দেখতে পেয়ে দুই শিশুকে উদ্ধার করেন। তবে আরেক শিশু পানিতে ডুবে মারা গেছে। উপজেলা সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে বাঙ্গালী নদীতে রোববার বেলা দুইটায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম সিয়াম প্রামাণিক (৬)। সে সৌদিপ্রবাসী সিজাব প্রামাণিকের ছেলে। পানিতে ভেসে যাওয়ার সময় উদ্ধার হওয়া দুই শিশু হলো, ইসমত আলীর ছেলে ইসমাইল হোসেন (৭) ও মো. হোসেনের ছেলে মো. শরিফ (৮)। তাদের বাড়ি সুঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিনোদপুর মধ্যপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন বলেন, ওই তিন শিশু বাঙ্গালী নদীর তীরে খেলা করছিল। একপর্যায়ে তারা গোসলে নামে। নদীর কিনার থেকে হেঁটে গোসল করতে পানিতে নামতেই স্রোতে তিনজন ভেসে যেতে থাকে। এ সময় ইসমাইল ও শরীফকে উদ্ধার করা গেলেও শিশু সিয়াম প্রামাণিক নদীর মধ্যে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

আরেক প্রত্যক্ষদর্শী হাসান আলী বলেন, নদীর মধ্যে শিশুরা নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ে গ্রামের মধ্যে। খবর পেয়ে অনেক অভিভাবক ছুটে আসেন নদীর তীরে। একপর্যায়ে মাছ ধরার জাল ফেলে সিয়ামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অপর দুই শিশুকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে।

সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জিন্নাহ ও বিনোদপুর গ্রামের ৪ নম্বর ইউনিয়ন পরিষদ সদস্য সাগর আলী বলেন, ঈদের পরে এ ঘটনায় বিনোদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রেকর্ড করা হবে।