রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আ.লীগের ২০ নেতা-কর্মী কারাগারে
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলার আসামি আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক মো. তামজিদ আহম্মেদ তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো উল্লেখযোগ্য আসামিরা হলেন রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দীন আহম্মেদ, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী সাজ্জাদুল কবির, ইব্রাহিম মণ্ডল, দেলোয়ার হোসেন, সোহরাব রিপন মোল্লা, রনি, আমিরুল ইসলাম, আইয়ুব শেখ ও পান্নু সরদার।
রাজবাড়ী দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও তাঁরা শর্ত ভঙ্গ করেছেন। যে কারণে আজ তাঁরা সদর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে শিক্ষার্থী রাজীব মোল্লা বাদী হয়ে সদর থানায় ১৭০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বেশ কয়েকজনকে।